বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / আদিবাসি কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

আদিবাসি কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে এক আদিবাসি কিশোরীকে ধর্ষনের অভিযোগে শাহিন ইসলাম
(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩জানুয়ারি) বিকেলে উপজেলার ডহরশৈলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত শাহিন ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ধর্ষনকৃত ওই
কিশোরী উপজেলার পাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির
শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই কিশোরী গৃহপালিত ছাগলের
জন্য বাড়ির পাশে হায়দার আলীর ভুট্টার ক্ষেতে ঘাস কাটতে গেলে তাকে জোর
পূর্বক ধর্ষন করে ওই যুবক। এসময় ওই কিশোরীর ডাক চিৎকারে আশে পাশের
মানুষ ঘটনাস্থরে আসলে ওই যুবক পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা পুলিশকে
খবর দিলে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে মঙ্গলবার
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এ বিষয়ে ওই কিশোরীর
বাবা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন এবং আটককৃত যুবককে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …