শুক্রবার , জুলাই ৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / আদালতে করোনা ভাইরাস আতংক

আদালতে করোনা ভাইরাস আতংক


নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের আদালতে বাদি ও বিবাদীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে । এতে করে আদালত এলাকায় জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানের মতো করোনা ভাইরাস প্রতিরোধের পূর্ব প্রস্তূতি হিসেবে আদালত গুলো বন্ধ রাখার প্রয়োজন ।

আদালত এলাকায় মানুষের চলাচল বেশি দেখা যায় ।  এ্যাডভকেট ও বাদি-বিবাদী টেবিলে যে ভাবে আলাপ ও আলোচনা করতে দেখা যায়, একজনের স্বাশ অন্য জনের মুখমুন্ডলী ও নাকে ভিতরে যাচ্ছে । এই জন্য আদালত এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার  আশংকা বেশি দেখা দিয়েছে ।

এতে করে আদালত এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ  হয়ে উঠছে ।এবিষয়ে সচেতন মহল মনে করেন ,করোনা ভাইরাস প্রতিরোধের পূর্ব প্রস্তূতি হিসেবে আদালত গুলো বন্ধ রাখার প্রয়োজন ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন বাগাতিপাড়া

নিজস্ব প্রতিবেদক:(নাটোর). “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …