বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আত্রাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব

আত্রাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

শুক্রবার সকাল ৯ টা থেকে নৌকাবাইচে অংশ নেয় বিভিন্ন জেলার ৩২টি নৌকা। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর জেলার দয়ার সাগর, মায়ের দোয়া, স্বপ্নের তৈরি, একতা এক্সপ্রেস, সোনার বাংলা, বাংলার বাঘ অন্যতম। 

আইসিটি প্রতিমন্ত্রী পলক এমপি বলেন, নৌকা বাইচ নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে বছরের পর বছর ধরে চলে আসছে। অনেক এলাকা থেকেই হারিয়ে গেছে নৌকা বাইচের উৎসব তবে চলনবিলের মানুষ চিরায়িত বাঙ্গালির অতীত ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছে। নৌকা বাইচের আয়োজন চলনবিলের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …