বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ 

আত্রাইয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ 

দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান 

চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। বুধবার 

সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাবুদ্দীন জানান,বুধবার সকালে 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা 

হয়। অভিযানে সমসপাড়া এলাকার আজাহারুল ইসলামের ছেলে এমদাদুল হককে 

গ্রেফতার করা হয়। গ্রেফতার এমদাদুলের বিরুদ্ধে দায়েরকৃত এনআই এ্যাক্টের 

একটি মামলায় বিজ্ঞ আদালত সম্প্রতি সাজা দেয় এমদাদুলকে। এর পর থেকে সে 

পালিয়ে ছিল। এছাড়া একই দিন সকালে উপজেলার কচুয়া এলাকায় অভিযান 

চালিয়ে কচুয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে সবুজ কে গ্রেফতার করা 

হয়েছে। গ্রেফতার সবুজের বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। 

গ্রেফতারকৃতদের বুধবারই আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন 

পুলিশের এই কর্মকর্তা।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …