মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ চার জন গ্রেপ্তার ফেন্সিডিল ও মদ উদ্ধার

আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ চার জন গ্রেপ্তার ফেন্সিডিল ও মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাইয়ে মুনসুর রহমান খোকা (৬০) নামে এক মাদক ব্যবসায়ীসহ চার জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এসময় মাদক ব্যবসায়ীর শয়ন ঘর থেকে ফেন্সিডিল ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আত্রাই থানাপুলিশ জানায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে মুনসুর রহমান খোকনকে আটক করা হয়। এসময় তার শয়ন ঘর তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

একই রাতে উপজেলার ভরতেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে ওই গ্রামের ইচাহক আলীর ছেলে আসাদুল প্রামানিক ও ময়েন হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার এবং লাকবিড়ি গ্রাম থেকে মোহাম্মদ সিকদারের ছেলে আব্দুলকে গ্রেপ্তার করা হয়। আত্রাই থানার ওসি মো: তারেকুর রহমান সরকার বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …