বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে পানির নিচে দেড় 

আত্রাইয়ে পানির নিচে দেড় 

হাজার বিঘা জমির ধান

নিজস্ব প্রতিবেদক,

রাণীনগর: নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে তলে গেছে 

প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত আর 

উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে এই ধান 

গুলো তলে গেছে। গত বছরের বন্যায় শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছিল প্রায় 

৩০কোটি ৫৭লক্ষ টাকা। এছাড়া উপজেলা জুরে ওই বছরে প্রায় ৪০কোটি টাকার 

ক্ষতি হয়। কৃষি কর্মকর্তা বলছেন এবার পানি নেমে গেলে ধানের খুব বেশি 

ক্ষতি হবেনা,কিন্তু কৃষকরা বলছেন পানিতে ডুবে যাওয়া ধান পাওয়ার কোন 

সম্ভবনা নেই।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে,চলতি রোপা 

আমন মৌসুমে আত্রাই উপজেলায় ৬হাজার ৯৭০হেক্টর জমিতে ধান রোপন 

করেছেন কৃষকরা। এর মধ্যে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উত্তরের উজান 

থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের 

হেঙ্গলকান্দি,মাঝগ্রাম,পৈসাওতা,জগনাথপুর,দমদত্তবাড়ীয়া,নৈদীঘিসহ বেশ 

কয়েকটি মাঠের রোপনকৃত ধান পানিতে তলে গেছে। তবে নদীর পানি কমতে 

থাকায় মাঠের পানিও কিছুটা কমে যাচ্ছে। এতে দ্রæত আক্রান্ত ধানগুলো সেরে 

ওঠবে বলে আসা কর্মকর্তাদের।

সংশ্লিষ্ঠ সুত্র মতে,গত বছরের বন্যায় উপজেলায় প্রায় ৪০কোটি টাকার ক্ষতি 

হয়। এর মধ্যে ১০হাজার ৮৯৭বিঘা জমির ধান সম্পন্ন নষ্ট হয়ে যাওয়ায় শুধু মাত্র 

কৃষি খাতেই প্রায় ৩০কোটি ৫৭লক্ষ টাকার ক্ষতি হয়। 

বাহাদুরপুর গ্রামের কৃষক মেছের আলী বলেন, চলতি মৌসুমে ৭বিঘা 

জমিতে ধান রোপন করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। 

একই গ্রামের কৃষক সাজেদুল ইলামের ৫বিঘা,আবুল হোসেনের আড়াই 

বিঘা,হেঙ্গলকান্দি গ্রামের রুবেল চৌদুরীর ২৫ বিঘা জমির ধান পানিতে 

ডুবে গেছে। দমদত্তবাড়ীয়া গ্রামের কৃষক খায়রুল খন্দকার জানান,তিনি 

প্রায় ৬০বিঘা জমিতে ধান রোপন করেছেন । এর মধ্যে প্রায় ৫০বিঘা জমি 

বর্গা নিয়ে ধান রোপন করেছেন। বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। এতে 

প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি আরো জানান,গত বছরের 

বন্যায় প্রায় ৪৫বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে প্রায় ১লক্ষ ৭০হাজার 

টাকার ক্ষতি হয়। তবে পানি নেমে গেলেও ধান পাবার আর আসা দেখছেননা বলে 

জানান কৃষকরা। এসব ক্ষতি কাটাতে সরকারের নিকট সহায়তা কামনা করেছেন 

ক্ষতিগ্রস্থ্য কৃষকরা।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত কুমার জানান,বন্যায় উপজেলার 

নিন্মাঞ্চলে প্রায় ১১শ‘৯৩ বিঘা জমির ধান পানিতে আক্রান্ত হয়েছে। তিনি 

দাবি করে বলেন,পানি নেমে গেলে ধান আবারো অনেকটায় স্বাভাবিক হতে 

পারে। এতে তেমন ক্ষতি হবেনা।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …