সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর আত্রাইয়ে ১২ হাজার ৮০০ জন কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো উপশী ও বোরো হাইব্রিড ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যা শেখ মো: হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাওছার হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ঠরা জানান, প্রতিজন কৃষককে উপশী ধান বীজ  ৫ কেজি, এবং হাইব্রিড ধান বীজ ২কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …