শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন 

আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন 

গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,,,নওগাঁর আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ 

মাদক ব্যবসায়ী দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি 

টহলদল। বুধবার বিকেলে আটকের পর আত্রাই থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা 

দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা 

হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র‌্যাব-৫,নাটোর 

ক্যাম্পের একটি টহলদল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে 

পারেন উপজেলার হাটকালুপড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদে 

সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল 

মতিন (৩২) ও শান্ত হোসেন (২৪) নামে মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করে। 

আটক মতিন নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের খয়বর আলীর ছেলে এবং 

শান্ত হোসেন একই গ্রামের লেকবার আলীর ছেলে। আটককৃতদের আত্রাই 

থানাপুলিশে সোর্পদ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা 

হয়েছে। দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে 

প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …