নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারীকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে হেরোইন ও বাংলামদ উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, সোমবার উপজেলার সাহেব গঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিলবোয়ালীয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৪৬),সাহেব গঞ্জ বাজারের কাশেম আলীর ছেলে সোহেল রানা (৩৮) ও পার কাসুন্দা গ্রামের রফিক মন্ডলের ছেলে বকুল মন্ডল (৩২) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন বিকেলে উপজেলার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে প্রতিটি চারশত মিলি গ্রামের ছয় বোতল দেশীয় তৈরি বাংলা মদসহ ছামছুর রহমান (৪৮) কে আটক করা হয়। আটক ছামছুর রসুলপুর গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …