নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আত্রাই উপজেলা শ্রমীকলীগের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম বাদী হয়ে ১০জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৩০/৩৫জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।মামলার আদী আব্দুস ছালাম বলেন,শনিবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করি।
এর পর মিছিল আত্রাই সেতুর নিকট পৌছলে বিএনপির নেতা-কর্মীরা মিছিল লক্ষ করে ককটেল নিক্ষেপ করে।এতে চারজন নেতা-কর্মী আহতের দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানাপুলিশ দু’টি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এঘটনায় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে শনিবাররাতে ১০জনকে এজাহারনামীয় ও আরো ৩০/৩৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় আব্দুস ছালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার নেই বলে জানান তিনি।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …