রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / নারী কথা / আট মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী সুমি খাতুনের

আট মাসেও খোঁজ মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী সুমি খাতুনের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজের আট মাসেও সন্ধান মেলেনি সুমি খাতুন (১৫) নামের বাক প্রতিবন্ধী এক মেয়ের। নিখোঁজ সুমি খাতুন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের দরিদ্র কৃষক খোদাবক্সের মেয়ে।

গত বছর ৩ এপ্রিল অনুমান সকাল ৮ টার সময় বাড়ির কাউকে কোন কিছু না বলে কোথায় চলে গেছে পরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এ ব্যাপারে ১০ এপ্রিল বাগাতিপাড়া মডেল থানায় একটি ডায়েরি করেছেন মেয়ের পিতা খোদাবক্স। ডায়েরি নং-৩৩৬।

খোদাবক্স জানান মেয়ে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী জানান গত বছর ৩ এপ্রিল সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে তার মেয়ে বের হয়ে যায় মেয়ের উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল লম্বা, তার পরনে ছিলো সেলোয়ার-কামিজ মেয়েকে অনেক খোঁজখুঁজি করে এখনো পাননাই।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …