সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আজ ৩০ মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস

আজ ৩০ মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
আজ ৩০ মার্চ নাটোরের লালপুরে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস। ১৯৭১ সালের এই দিনে নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে পাকিস্থানী হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্টের সৈন্যদের সাথে তৎকালীন ইষ্ট পাকিস্তান রেজিমেন্ট (ই.পি.আর), আনসার বাহিনী ও সাধারণ জনতার সাথে সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে ২৫ রেজিমেন্টকে ধংস করা হয় এবং ওই বাহিনী প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খান সহ অন্যান্যদের আটক করে মুক্তিকামী বাহিনী। পরের দিন ৩১ মার্চ লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ঐ যুদ্ধে এলাকার অন্তত: ৩৫ জন বাঙ্গালী শহীদ হন।

শহীদদের কয়েক জন হলেন, ময়না গ্রামের সৈয়দ আলী মোল্লা, মসলেম আলী মোল্লা , আবুল কাশেম মোল্লা, আয়েজ উদ্দীন মোল্লা, খন্দকার নুরুন্নবী মন্টু, নান্দ গ্রামের কেরামত আলী শেখ, ওয়ালিয়ার খায়রুল আনাম (সাত্তার), বক্স সরদার, করম আলী, পানঘাটার আবেদ আলী, ধুপইলের আবুল কালাম আজাদ, টিটিয়ার আ: কুদ্দুস, কালু মিয়া, বামনগ্রামের সেকেন্দার আলী, বিজয়পুরের আছের উদ্দীন, ভবানীপুরের জয়নাল আবেদীন, চেরু প্রামাণিক প্রমূখ। ময়নার যুদ্ধস্থলে শহীদদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ স্মৃতিসৌধ।

সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠণ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটিকে পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও সেখানে শোক মিছিল, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …