নিজস্ব প্রতিবেদক, হিলি:
আজ ১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস। নানা কর্মসূচীর মধ্য দিনে হিলিতে দিবসটি পলন করা হচ্ছে। হিলি মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার উদ্দোগে সকাল ১১টায় একটি বর্ণঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভারত সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় শহীদ ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সম্মুখ সমর সৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সম্মুখ সমর সৃতিস্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
র্যালীতে উপজেরা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। শ্রদ্ধা জানানোর পর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যঃ ১৯৭১ সালের এই দিনে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ভারত সীমান্তবর্তী হিলিতে পাক সেনাদের বিভিন্ন আস্তানায় আকাশ ও স্থলপথে একযোগে আক্রমন চালায়। প্রচন্ড যুদ্ধের পর ৭নং সেক্টরের আওতায় হিলি শত্রু মুক্ত হয়। এসময় এখানে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ৩৪৫ জন ভারতীয় মিত্রবাহিনীর সদস্য ও অগনিত নাম না জানা মুক্তিযোদ্ধা শহীদ হন ও আরও ১৪ শ জন আহত হন।
হিলি মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছর ১১ই ডিসেম্বর নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।