সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / আজ লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৮তম মৃত্যু বার্ষিকী

আজ লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৮তম মৃত্যু বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:  

নাটোর,১১আগষ্ট:

আজ ১১আগষ্ট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ৮ তম মৃত্যু বার্ষিকী। দিনটি উপলক্ষে শনিবার  বিএনপির আয়োজনে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের স্মরণ সভা ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা যায়,সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ২০১৬ সালের ১১ আগষ্ট কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী,সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী,ধর্ম প্রতিমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। মতামত,লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ইয়াসির আরশাদ রাজন বলেন,আমার বাবার মৃত্যু বার্ষিকীতে আমি লালপুর ও বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষ সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহু রাব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সত্যিকারের অর্থে তার মত মহান রাজনৈতিক নেত্ব পাওয়া আর এতো মহান ও উদার মনের রাজনৈতিক মানুষ সত্যিই পাওয়া বিরল। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আল্লাহু যেন তফিক দান করেন আমরা যেন বাবার আদর্শ নিয়ে ও মেনে তার আদর্শ মত কাজ করে যেতে পারি আল্লাহু যেন তফিক দান করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …