নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ জন। গত ২৪ ঘণ্টায় নাটোরে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে এই ২ জনের করোনা পজিটিভ হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০.৫২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯.৩৮ শতাংশ। এরমধ্যে বড়াইগ্রাম উপজেলার ১ জন, নাটোর সদর উপজেলার ১জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় ৩১৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মোট ৮৩৬০। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭৩ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয় নাটোর সদর নলডাঙ্গা ৯০ জনের।
আজ ১২ অক্টোবর মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আরটিপিসিআর ল্যাব, র্যাপিড এন্টিজেন্ট টেস্ট এবং জিন এক্সপার্ট পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১২জন।
