নিজস্ব প্রতিবেদক:
আজ নাটোরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪ জন। গত ২৪ ঘণ্টায় নাটোরে ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ৪ জনের করোনা পজিটিভ হয়েছেন। এরমধ্যে বড়াইগ্রাম উপজেলার দুইজন, নাটোর সদর এবং বাগাতিপাড়া উপজেলার একজন করে। গতকাল নাটোরে কেউ করোনা পজিটিভ হননি। এনিয়ে জেলায় ৩১৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৩৫৩ জন।
এরমধ্যে ১২৬৮১ জন নাটোর সদরের (নাটোর-নলডাঙ্গা), দ্বিতীয় সর্বোচ্চ বড়াইগ্রাম উপজেলার ৫৪৪৯ জন, লালপুর উপজেলার ৫১৩৬ জন, বাগাতিপাড়া উপজেলার ৩০৬৫ জন, সিংড়া উপজেলার ২৮৯৩ এবং সর্বনিম্ন গুরুদাসপুর উপজেলার ২৩৪০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭২ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয় নাটোর সদর ও নলডাঙ্গায় ৯০ জনের।
আজ ৮ অক্টোবর শুক্রবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আরটিপিআর ল্যাব,র্যাপিড এন্টিজেন্ট টেস্ট এবং জিন এক্সপার্ট পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১২জন।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …