মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / আজ নগর বাউল গুরু জেমস আসছে নাটোরের সিংড়ায়

আজ নগর বাউল গুরু জেমস আসছে নাটোরের সিংড়ায়

নিজস্ব প্রতিবেদক,সিংড়াঃ
নাটোরের সিংড়ায় রাত ৮ টার দিকে সিংড়া কোর্টমাঠে গান পরিবেশন করবেন নগর বাউল গুরু জেমস ।দুদিন ব্যাপী শিক্ষা উৎসবের সমাপনীতে নগর বাউল গুরু জেমস এর আগমন ঘটছে। এই প্রথম সিংড়ায় ব্যান্ডের গুরু জেমস আসছে। ইতোমধ্য গান প্রেমিক মানুষের মধ্য উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

উপস্থিত থাকবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেমসের আগমনে সব রকম প্রস্তৃতি গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ হতে সব রকম নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আশাকরি সিংড়াবাসি সফল ভাবে প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করবে।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার

কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …