নিজস্ব প্রতিবেদক:
আজ দ্বিতীয় দিনে মহাসপ্তমী পূজা চলাকালীন সময়ে নাটোর সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উমা চৌধুরী। আজ ২ অক্টোবর রবিবার শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার নেতৃবৃন্দকে নিয়ে নাটোর সদর এর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শন কাল তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন কালে মেয়র জানান, পূজা শস্য এবং শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি। এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রসাদ কুমার তালুকদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মলয় রায়, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা ভট্টাচার্য্য, দুলাল তলাপত্র, ছাত্রলীগ এর লিটন সহ আরো অনেকে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …