নিউজ ডেস্ক:
২০২০ সালে ব্যাপক আয়োজন নিয়ে নির্মাণকাজ শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের। এটি নির্মাণ করছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এর প্রথম পর্যায়ের শুটিং হয়েছে ভারতের কয়েকটি লোকেশনে। এবার বাংলাদেশের লোকেশনে শুরু হচ্ছে এ আলোচিত বায়োপিকের শুটিং। আজ থেকে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে এর কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির লাইন প্রডিউসার বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী। তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা লোকেশন রেকি করেছি। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু করার পরিকল্পনা আছে।’ এর আগে শুটিংয়ের জন্য ১৭ নভেম্বর টিমসহ বাংলাদেশে এসেছেন নির্মাতা শ্যাম বেনেগাল।
মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য এ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মীকে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই বায়োপিকটি আমার অভিনয় জীবনের সেরা একটি কাজ হিসাবেই বিবেচিত হবে। কারণ জাতির পিতার চরিত্রে অভিনয় করছি। খুব সহজ কাজ নয় এটি। চেষ্টা করছি চরিত্রটি রূপায়ণ করতে। তা ছাড়া শ্যাম বেনেগালের মতো একজন আন্তর্জাতিক মানের পরিচালকের অধীনে কাজ করছি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আমি এটি নিয়ে আশাবাদী।’ রিয়াজ বলেন, ‘ঐতিহাসিক ঘটনানির্ভর বায়োপিকটি এরই মধ্যে দর্শকের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে। কারণ বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে এটি নির্মিত হচ্ছে। আমিও চেষ্টা করছি তাজউদ্দীনের চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য।’ এদিকে জ্যেষ্ঠ ও বীর মুক্তিযোদ্ধা অভিনেতা রাইসুল ইসলাম আসাদও এ বায়োপিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ইতিহাস সৃষ্টিকারী কাজ এটি। তাই এর অংশ হতে পেরে ভালো লাগছে।’