রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আজ থেকে ভার্চুয়ালি চলবে আপিল বিভাগের বিচার কার্যক্রম

আজ থেকে ভার্চুয়ালি চলবে আপিল বিভাগের বিচার কার্যক্রম


নিউজ ডেস্ক:
আজ (সোমবার) থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রম। গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি জানিয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …