নিজস্ব প্রতিবেদকঃ
রবিবারই প্রথম নাটোর থেকেই করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে এসব নমুনা পাঠানো হয়। সিভিল সার্জন অফিস সুত্রে জানায়, গত শুক্রবার করোনার নমুনা সংগ্রহের কীটগুলো পৌঁছানোর পর সেগুলো উপজেলা ভিত্তিক বিতরণ করা হয়। এরপর শনিবার থেকে শুরু হয় তালিকা প্রস্তুতি ও নমুনা সংগ্রহের কাজ । রবিবার সকালে নমুনাগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, আজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজামাহী মেডিক্যালে যোগাযোগ করতে বলা হয়েছে। পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে রামেক কর্তৃপক্ষ সরাসরি জানাবে এবং পজিটিভ হলে আইইডিসিআর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, বর্তমানে নাটোরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭১জন।অপরদিকে রবিবার ১৫জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …