নীড় পাতা / উত্তরবঙ্গ / আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে-দুলু

আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে-দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মেধাবী শিক্ষার্থিদের মিলন মেলায় যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,‍আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। এ নির্বাচনকে কালক্ষেপন করে বাঙলাদেশের মানুষের মাঝে অবিশ্বাসের জায়গা সৃষ্টি করা হচ্ছে।আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে যে গন্ত্র অর্জিত হয়েছে,ভোটের অধিকারের জন্য যে গনতন্ত্র অর্জিত হয়েছে,আগামি দিনে আন্তর্জাদিক ভাবে ষড়যন্ত্র হলে ছাত্র সমাজ তা মোকাবেলা করতে হবে। কারন তোমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধিনতা।এঅর্জন কেউ যেন অন্য দিকে প্রভাবিত করতে না পারে,এ অর্জন নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে।“

বুধবার বেলা ১২ টার দিকে নাটোর রাজবাড়ীর মুক্ত মঞ্চে দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

মেলায় কমিটির সভাপতি শাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এস এম আব্দুর রাজ্জাক।

মেলাটি’র উদ্বোধন করেন শেরেবাঙলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো:আব্দুল লতিফ।

৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বারী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ আট বছরের পথচলায় শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষ চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে।

৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়,জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।এর আগে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মেলাটির প্রথম অধিবেশন শুরু হয়।

 সট- অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

আরও দেখুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *