নিজস্ব প্রতিবেদকঃ
আজ নাটোর জেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযান অব্যাহত রয়েছে। ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৭ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৩৭ জন ব্যক্তিকে সর্বমোট ২৬,৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সিংড়ার হাতিয়ান্দহ হাট, বিলদহর হাট ও নুরপুর হাট বন্ধ করা হয়। করোনা পরিস্থিতির সুযোগে অবৈধভাবে পুকুর খননের পরিমাণ বেড়ে যাওয়ায় আজ বড়াইগ্রামে চারটি পুকুর খনন কার্যক্রম বন্ধ করা হয় এবং এক পুকুর মালিককে ২৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে গরীব দুস্থ মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য প্রশাসনের চলমান এই অভিযানে সহায়তা করার জন্য সকলকে ঘরে থাকতে অনুরোধ করা হল।
আরও দেখুন
বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …