নিজস্ব প্রতিবেদক,সিংড়াঃ
আজও সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা নগদ এবং এক লক্ষ টাকার পণ্য জমা পড়েছে। আজ শনিবার দুপুরে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারনে প্রাণের সিংড়া পৌরসভার অনেক খেটে খাওয়া,মেহনতি কর্মহীন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার ত্রান তহবিলে নগদ ১ লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকা সমমূল্যের বাজার সামগ্রী প্রদান করেছেন।
সিংড়া পৌরবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে নগদ ৩ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকা সমমূল্যের বাজার সামগ্রী আছে। আপনাদের সহযোগিতা দ্রুতই পৌর এলাকার কর্মহীন প্রিয় মানুষদের ঘরে ঘরে পৌছে দিবো ইনশাআল্লাহ। করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন এসকল মানুষদের সহযোগিতায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ
নীড় পাতা / বিশেষ সংবাদ / আজও সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা নগদ এবং এক লক্ষ টাকার পণ্য জমা পড়েছে
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …