নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
আজও লালপুরের দুই ইউনিয়নের চারটি বাড়ি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার বিকেলে আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকান্ডে রুহুল আমিন রতনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই পরিবারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
অপরদিকে মঙ্গলবার বেলা এগারটার দিকে এবি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে আক্কাস আসলাম আলাউদ্দিন নামের তিনজনের বাড়ি পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী আড়বাব ইউনিয়ন এবং এবি ইউনিয়নের চারটি বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত লোকজনদের সমবেদনা জানান। সেইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করেন।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …