শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / আজও পৌরসভার ২টি ওয়ার্ডে শিশুখাদ্য বিতরণ করলেন পৌর মেয়র জলি

আজও পৌরসভার ২টি ওয়ার্ডে শিশুখাদ্য বিতরণ করলেন পৌর মেয়র জলি

নিজস্ব প্রতিবেদকঃ
আজও নাটোর পৌরসভার দুটি ওয়ার্ডে শিশুখাদ্য বিতরণ করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। সোমবার দুপুরে পৌরসভার ৬নং ও ৯ নং ওয়ার্ডে গিয়ে নিজ হাতে শিশুদের মাঝে এই শিশু খাদ্য বিতরণ করেন। মোট ১৭০ জন শিশুর হাতে এই খাদ্য তুলে দেওয়া হয়। আয়-রোজগার হীন দুঃস্থ মানুষের জন্য সরকারি-বেসরকারি ত্রাণ তহবিল এবং ব্যক্তি তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হলেও শিশুদের পুষ্টিহীন হয়ে যাওয়ার আশঙ্কায় পৌর মেয়র এই শিশু খাদ্য বিতরণের পদক্ষেপ নিয়েছেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …