শুক্রবার , এপ্রিল ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ায় আগুনে দগ্ধের চারদিন পর গৃহবধুর উর্মি বেগম মারা গেছেন। মঙ্গলবার ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বাটিকামারি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। স্বজনরা জানান, গত শুক্রবার বিকালে স্বামীর বাড়িতে রান্না ঘরে খড়ির আগুনে চুলায় তিনি রান্না করতে গিয়ে শরীরে পরিধেয় কাপড়ে আগুন লাগে। পরে চিৎকার করতে থাকলে ঝলসে যাওয়া অবস্থায় বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। এ বিষয়ে স্থানীয় দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বড়াইগ্রামে মহিলা ফুটবল দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শহীদ সানাউল্লাহ নূর বাবু স্বৃতি মহিলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *