মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আগামী ২৩ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলায় অবৈধ নদী ও জলাধার দখলদারদের বিরুদ্ধে একযোগে উচ্ছেদ অভিযান শুরু

আগামী ২৩ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলায় অবৈধ নদী ও জলাধার দখলদারদের বিরুদ্ধে একযোগে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, নাটোর
আগামী ২৩ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলায় অবৈধ নদী ও জলাধার দখলদারদের বিরুদ্ধে একযোগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবীর বিন আনোয়ার। এজন্য ৪৪ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। তিনি জানান রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নাই। তাই যে কোন প্রতিবন্ধকতা মোকাবেলার প্রস্তুতি নিয়েই উচ্ছেদ অভিযানে নামা হবে। আর এজন্য সংসদ সদস্য সহ সকল স্তরের জন প্রতিনিধিদের সহায়তা কামনা করেন তিনি।

রবিবার দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে চলনবিল এলাকার সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের মত বিনিময় সভা শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন কবীর বিন আনোয়ার।

নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে সভায় নাটোর ও সিরাজগঞ্জের সংসদ সদস্যগণ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁর বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান,ইউএনও সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …