শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / আগামী সপ্তাহে আসবে চীনের টিকা

আগামী সপ্তাহে আসবে চীনের টিকা

নিউজ ডেস্ক:
রাশিয়ার আগেই আসছে চীনের করোনার টিকা। ঈদের আগে উপহারের চালান, তারপর বাংলাদেশের কেনা টিকা পাঠাবে বেইজিং। তবে ১০ দিনের সরকারি ছুটি চলায় রাশিয়া থেকে টিকা আসতে কিছুটা দেরি হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া অক্সফোর্ডের টিকা ভারত ছাড়া অন্যদেশ থেকে আনার চেষ্টাও চলমান আছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ভারতের সিরাম থেকে টিকা আসতে দেরি হওয়ায়, চীন ও রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নেয়া হচ্ছে দেশেই উৎপাদনের প্রস্তুতি।

পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীন উপহারের টিকা আসবে আগামী সপ্তাহেই। রাশিয়া থেকে কেনা টিকার সর্বশেষ অবস্থাও জানান তিনি।

তিনি আরো জানান, ঘাটতি মেটাতে ভারত ছাড়াও অন্যদেশ থেকে অক্সফোর্ডের টিকা আনার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে।

সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও কয়েকটি প্রতিষ্ঠান নানা দেশ থেকে টিকা আমাদানির চেষ্টা করছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …