রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে দেশে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে’ – ঈশ্বরদীতে পরিবশ ও বন উপ-মন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে দেশে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে’ – ঈশ্বরদীতে পরিবশ ও বন উপ-মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
‘আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে দেশে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে।’ শুক্রবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়াতে এম এম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার একথা বলেছেন। তিনি বলেন, ‘জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হবে। বনায়নে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে তাই পরিবশে ও বন বিভাগ নিয়ন্তর ভাবে কর্মকান্ড পরিচালনা করছে।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ‘বৃক্ষরোপন কর্মসূচী’র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন-সংরক্ষক ড. জগলুল হোসেন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার শামমিা আক্তার, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …