নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহব্যাপী নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেও করোনা সংক্রমণ ও মৃত্যুসংখ্যা না কমায় দ্বিতীয় দফায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দ্বিতীয় দফায় ৭ দিনের লকডাউনের প্রথম দিন। সকাল থেকেই দুইটি পৌর এলাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। অপ্রয়োজনে সাধারণ মানুষকে ঘরের বাহিরে বের না হতে এবং মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে চালানো হচ্ছে প্রচারনা।
জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ কমানো সম্ভব হচ্ছেনা। প্রশাসনের অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আর তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। প্রতিদিনই হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল ২৪ ঘন্টার ফলাফল ছিল ৬০ শতাংশের ওপরে। আজকে এখন পর্যন্ত কোন ফলাফল জেলা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছেনি।
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় নাটোরে চলছে বিশেষ লকডাউন
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …