রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / আওয়ামী লীগের অবরোধ বিরোধী শোভাযাত্রা

আওয়ামী লীগের অবরোধ বিরোধী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। রোববার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়। নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাটোর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভনের নেতৃত্বে শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে গুরুদাসপুর-বড়াইগ্রামের শত শত নেতাকর্মী।


সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বনপাড়া হাটিকুমড়–ল মহাসড়ক দিয়ে গুরুদাসপুর-বড়াইগ্রামের বিভিন্ন সড়ক মহাসড়ক দিয়ে পুনরায় চাচঁকৈড় বাজারে এসে শেষ হয়।


আওয়ামী লীগ নেতা শোভন বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ করছে। বিএনপি’র নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ কঠোর অবস্থানে মাঠে রয়েছে। গুরুদাসপুর-বড়াইগ্রামের কোন জায়গায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াত তাদের অবরোধ পালন করতে পারেনি আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারনে। আগামীতেও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …