নীড় পাতা / জেলা জুড়ে / আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদৎ বার্ষিকীতে মেয়র উমা চৌধুরী জলির শ্রদ্ধাঞ্জলি

আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদৎ বার্ষিকীতে মেয়র উমা চৌধুরী জলির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের অবিসংবাদিত রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদৎবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা লালপুর-বাগাতিপাড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা ছিলেন শহীদ জননেতা মমতাজ উদ্দিন। তাঁর ১৭ তম শাহাদতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নাটোর পৌরসভার মেয়র ও নারদ বার্তা বিডি ডটকম এর নির্বাহী সম্পাদক উমা চৌধুরী জলি।

উমা চৌধুরী জানান, ‘তাঁর মতো সৎ, ত্যাগী মহৎ হৃদয়ের এই নেতাকে হারিয়ে নাটোর আওয়ামী লীগের বিশাল ক্ষতি হয়েছে। আমরা সে ক্ষতি কখনো পুরণ করতে পারবনা। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য গত ২০০৩ সালের ৬ জুন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন লালপুরের গোপালপুর থেকে নিজবাড়ি মিল্কিপাড়ায় ফিরছিলেন। রাত দশটার দিকে গোপালপুর-সালামপুর সড়কের দাঁইরপাড়া এলাকায় দুস্কৃতিকারী কতিপয় চিহ্নিত খুনিরা তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তাঁর মৃত্যু হয়।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …