রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / আওয়ামী লীগ একতাবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না: উমা চৌধুরী

আওয়ামী লীগ একতাবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না: উমা চৌধুরী

বিশেষ প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১০ জানুয়ারি) বিকালে গুরুদাসপুর চাঁচকৈড় গোহাটায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।

এসময় নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনো হারে না, যদি না আওয়ামী লীগের সাথে কখনো বিদ্রোহ হয়, তাই সকলকে একতাবদ্ধ থাকতে হবে, নৌকার জয় নিশ্চিত করতে

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাটোর জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান খান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও সহ-সভাপতি আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মালেক শেখ, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গুরুদাসপুর পৌরসভার মেয়র ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা সহ প্রমুখ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …