মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,২০০১ সালে বিএনপি জামায়াত যখন ক্ষমতা দখল করে মনে হল এই বাংলাদেশটাকে তারা দখল করে ফেলেছে। আওয়ামীলীগের একজন নেতা কর্মি নৌকার একজন সাধারণ ভোটারকে পর্যন্ত যে নির্যাতন মামলা হামলার শিকার হতে হয়েছে তা বিশ্বের ইতিহাসে নজীর বিহিন নির্যাতন করেছে এই বাংলাদেশের মাটিতে বিএনপি জামায়াত। আমাদের যুবলীগের ২৩ হাজার যুবলীগ নেতা-কর্মীদের জীবন দিতে হয়েছিল।
তারপরও এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে কারচুপির নির্বাচনের মাধ্যমে বার বার দেশের মানুষকে ধোকা দিতে চেয়েছে।

প্রতিমন্ত্রী পলক আজ শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …