নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগরে একই রাতে আওয়ামীলীগের চারটি নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় জরিত সন্দেহে সুমন হোসেন (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রচার প্রচারনার জন্য নির্বাচনী ক্যাম্প করেছে নৌকা মার্কার সর্মথকরা। মঙ্গলবার রাতে দুবৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে অবস্থিত নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে এবং একই রাতে একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে নির্বাচনী ক্যাম্পে,পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী নির্বাচনী ক্যাম্প ও খট্রেশ্বর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। তিনি দাবি করে বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কার জনক হামলা, ভাংচুর ও অগ্নিকান্ড ঘটিয়েছে।
এঘটনায় জরিত থাকার সন্দেহে থানাপুলিশ অভিযান চালিয়ে ভান্ডার গ্রামের আক্কাছ আলীর ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন হোসেনকে আটক করেছে। এঘটনায় পারইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকমল চন্দ্র বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন । রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন,ইতি মধ্যে পারইল ইউনিয়নের ভান্ডার গ্রাম বগার বাড়ীতে নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুমন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। অপর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …