নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলা আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বুধবার বিকেলে এই পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন সাংসদ। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি বলেন উপজেলার সকল শ্রেণী পেশার নারী পুরুষ হাতে কলমে আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করছে এতে তিনি মুগ্ধ। আধুনিক বাংলাদেশ তথা প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি। সুন্দর পরিবেশে মানসম্মত প্রশিক্ষণ প্রদান করার পরিবেশ তৈরি করে দেয়াই উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান তিনি। এছাড়া প্রশিক্ষণ কেন্দ্রটির ভেতরে যায়গার স্বল্পতা দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং এলাকার সুবিধা বঞ্চিত নারী পুরুষদের আরও বেশি বেশি এমন প্রশিক্ষণে অংশ গ্রহণের পরামর্শদেন তিনি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …