নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,,,,,,,রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীস বসাক, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিনসহ স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তারাগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসিক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ আমাদের থেকে যে সকল সেবা প্রত্যাশা করে সেটাই পূরণ করা আমাদের মূল লক্ষ্য। সেই ক্ষেত্রে বিভিন্ন এনজিও থেকে শুরু করে আমাদের উপজেলা প্রশাসন পর্যন্ত সকলেরই একটা উদ্দেশ্য থাকতে হবে সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায়ে মানুষ উপকৃত হয়। এই উপজেলায় আইনশৃঙ্খলার কোনরকমে যেন অবনতি না হয় সেই দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।