নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ঘটা করে প্রচার করলেও উদ্বোধন হয়নি আজিজ কো অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের (এসিসিএফ ব্যাংক) শাখা অফিস। আইনি জটিলতার কারণে ব্যাংকটির উদ্বোধনে বাঁধ সেজেছে স্থানীয় প্রশাসন।
জানা যায়, অনুমোদন না থাকা সত্বেও ব্যাংকটি পৌর সদরের বাণিজ্যিক শহর চাঁচকৈড় বাজারের স্বপ্না গার্মেন্টসের দ্বিতীয় তলায় গত ৫ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা ছিলো। তবে একটি সূত্রে জানা যায়, গত রবিবার উদ্বোধন হবে কিন্ত তাও হয়নি।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, এ ধরনের ব্যাংকিং সমবায় সমিতি আইন /০১ (সংশোধনী ০২ ও ১৩ এর ২৩ (খ)(১) ধারার পরিপন্থী ও দন্ড যোগ্য অপরাধ। একই আইনের ২৩(ক) (৩) ধারায় কেউ এ বিধান লংঘন করলে ৭ বছর কারাদন্ড বা ১০ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল রানা জানান, আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক উপজেলা সমবায় কার্যালয়ের কাছ থেকে অনুমতি নেয়নি। এ ধরনের ব্যাংকিং কার্যক্রম উপজেলার নিবন্ধিত সমবায়ীদের কর্মকান্ডকে বিঘ্নিত করতে পারে। সেইসাথে মোটা অংকের টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার আশঙ্কাও রয়েছে। শাখাটির ব্যবস্থাপক মো. আকতার হোসেন বলেন, সমবায় অফিসের সাথে দফা রফা হয়েছে। তবে অভ্যন্তরিন জটিলতার কারণে উদ্বোধন হতে দেরি হচ্ছে। শিগগিরই উদ্বোধন হবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …