বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আইওসির বৃত্তি পেলেন দেশের ৫ ক্রীড়াবিদ

আইওসির বৃত্তি পেলেন দেশের ৫ ক্রীড়াবিদ

নিউজ ডেস্ক:
অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (আইওসি) বৃত্তি পেয়ে থাকেন। 

২০২৪ প্যারিস অলিম্পিকের আগে সেই বৃত্তি পেয়েছেন লাল-সবুজের পাঁচ ক্রীড়াবিদ। প্রতি মাসে ৫০০ মার্কিন ডলার করে বৃত্তি পাচ্ছেন তারা। আরচারির দিয়া সিদ্দিকী, আলিফ হোসেন ও হাকিম আহমেদ রুবেল এবং শুটিংয়ের রাব্বি হাসান মুন্না ও নাফিসা তাবাসসুম সেই পাঁচ সৌভাগ্যবান। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জানুয়ারি থেকে আইওসির বৃত্তি পাচ্ছেন দিয়া সিদ্দিকী। বাকিরা পাচ্ছেন জুলাই থেকে। 

সূত্র আরও জানায়, প্যারিস অলিম্পিক পর্যন্ত তারা বৃত্তি পাবেন। তবে তার আগে একাধিক টুর্নামেন্টে তাদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় মার্ক পেলে তবেই তারা সরাসরি প্যারিসে খেলতে পারবেন। সেটা না হলে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তারা অগ্রাধিকার পেয়ে প্যারিসে যাবেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …