শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আইএলওর করোনা টেকনিক্যাল কমিটির চেয়ার বাংলাদেশ

আইএলওর করোনা টেকনিক্যাল কমিটির চেয়ার বাংলাদেশ

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কোভিড-১৯ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার সুইজারল‌্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের ফলে বিশ^ব্যাপী শ্রমজগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে সফল ও কার্যকর উত্তরণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা সব সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার আয়োজন করে। আলোচনার মাধ‌্যমে কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি ৩ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য ১০৯তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে। এ খসড়ার ওপর সব সদস্য রাষ্ট্রের মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের আগে চূড়ান্ত নেগোসিয়েশন হবে। এ গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনে সভাপতিত্ব করবে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্র দূত মো. মুস্তাফিজুর রহমান এ নেগোসিয়েশনে সভাপতিত্ব করবেন।
উল্লেখ্য, খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …