শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী- ১লাখ ১০হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী- ১লাখ ১০হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি সেমাই কারখানাকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এ সময় কারখানাগুলোর উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি। এ সময় প্রত্যেকটি কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সেগুলো বাজারজাত করছে। কিন্তু তাদের কারোই এ সংক্রান্ত কোন অনুমোদন ছিলনা। এ কারণে ৭টি সেমাই কারখানাকে ১লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …