সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে ছিনতাই-ছড়িয়ে পড়েছে আতঙ্ক!

অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে ছিনতাই-ছড়িয়ে পড়েছে আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক….…নাটোরের ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে মাছ ও পাট ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাত করে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও মোটর সাইকেলের চাবী ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দল। বুধবার(১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার মহিষমারি ব্রীজ ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরেছে পুরো উপজেলায়। ক্ষতিগ্রস্ত মাছ ব্যাবসায়ী মাজেদুল ইসলাম জানান,পশ্চিম মাধনগর গ্রামে তার নিজ বাড়ী থেকে চার্জার ভ্যান নিয়ে মাছ কেনার জন্য আত্রাই যাচ্ছিল। পথে বীরকুটসা স্টেশনের উত্তর পার্শে ভাঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিনজন ব্যাক্তি তার পথরোধ করে। এ সময় তারা কোন কথা না বলেই ধারালো অস্ত্র দিয়ে শরীর বিভিন্নস্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হলে ছিনতাইকারীরা তার কাছে থাকা মাছ কেনার ১৩ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে আত্রাই সড়কে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এছাড়া প্রায় একই সময় রতন আলী নামে এক মাছ ব্যাবসায়ী বাসিলা মধ্যপাড়া নিজ বাড়ী থেকে মাধনগর যাওয়ার পথে নলডাঙ্গা পৌরসভার মহিষমারি ব্রীজ এলাকায় অজ্ঞাত তিনজন ছিনতাইকারী তার পথরোধ একটি স্মার্ট মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবী ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাধনগর সড়ক দিয়ে চলে যায়। অপরদিকে প্রায় একই সময় মহিষমারি ব্রীজ এলাকায় আরেকটি স্থানে মোটর সাইকেলের পথরোধ করে স্থানীয় কাশেম মিনা নামে এক পাট ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ টাকা,একটি স্মার্ট মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবী ছিনিয়ে নিয়ে মাধনগর সড়কের দিকে চলে যায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা শিকার করে জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত করা হচ্ছে।ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুন

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন জেল, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২)’র যাবজ্জীবন জেল ৫০ হাজার …