শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অস্ট্রেলিয়াকে হটিয়ে ছয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে ছয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে রেটিং বেড়ে গিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতেই এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠে এসেছিল  টাইগাররা। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুরের শেরে কিউইদের বিপক্ষে ৪ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৩৪ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ।  প্রথম ম্যাচ জিতে সাতে উঠে আস মাহমুদউল্লাহরা।  ওই সময় রেটিং পয়েন্ট ছিল ২৩৮। শুক্রবার জয়ের পর আরো ৪ রেটিং পয়েন্ট যোগ হয়।   এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৪১।  এর  মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অজিদের রেটিং পয়েন্ট ২৪০।

বর্তমানে  টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। বাংলাদেশের সামনে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

র‍্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ (৫-০)  করতে হবে টাইগারদের। বাংলাদেশ পাঁচে উঠলে ছয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড। চলতি সিরিজে  ৫-০ ব্যবধানে জিতলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে ১৪।  সেক্ষেত্রে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো পাঁচ নম্বরে উঠার উঠে আসবে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলে কিউইদের রেটিং পয়েন্ট কমবে ১৩। সেইসঙ্গে  তারা নেমে যাবে চার নম্বরে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …