সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি রত্না

অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি রত্না


নিজস্ব প্রতিবেদক:
অসহায় অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ এমপি রত্না আহমেদ। রবিবার বেলা এগারোটার দিকে তার কানাইখালীস্থ নিজ কার্যালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান বাবদ মঞ্জুরীকৃত ৩ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করেন তিনি। প্রকৃত অসহায় দুস্থ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের মাঝে আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৯ জন ভুক্তভোগীর মাঝে চেক বিতরণ করা হয়।

এই চেক বিতরণ কালে রত্না আহমেদ উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি অসহায় মানুষের পাশে আছেন। সকল দুর্যোগে তিনি আমাদের অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন তিনি যাতে জাতির পিতার স্বপ্ন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে যেতে পারেন। আমার জন্যেও দোয়া করবেন যাতে আমিও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …