শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / অসাম্প্রদায়িক সোনার বাংলার অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রীর

অসাম্প্রদায়িক সোনার বাংলার অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা।

১৯ মার্চ (শুক্রবার) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর তৃতীয় দিনের আয়োজনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

‘জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ।’

বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবদিক থেকেই আমাদের মানুষ যেন উন্নত, সমৃদ্ধ জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল।’

বর্ণাঢ্য এই আয়োজনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে যোগ দেয়ায় ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘তার যোগদান শ্রীলঙ্কার জনগণের সঙ্গে আমাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …