সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / অসহায় রবিদাস সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি

অসহায় রবিদাস সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে চলমান সাধারণ ছুটির প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় রবিদাস (মুচি) সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যোপহারসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কালেক্টরেট স্কুলে কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) জাকির মুন্সীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এনডিসি ও সহকারী কমিশনার জাকির মুন্সী নারদ বার্তাকে জানান, রবিদাস সম্প্রদায়ের অসহায় ৯০ জনের মাঝে এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, লবন প্রভৃতি। নিয়মিতভাবে প্রতিদিন কোন কোন অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে জেলা প্রশাসন নিরলসভাবে খাদ্যসামগ্রী বিতরণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে যাচ্ছে বলে জানান জাকির মুন্সী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …