নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
বর্তমান বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। আতঙ্ক কাটাতে সকল পরিবার ঘরবন্দি। এই সংকটময় সময়ে সকলেই অসহায় তবে সবচেয়ে বেশি অসহায়ত্ব জীবন-যাপন করছে সমাজের নিন্ম আয়ের মানুষগুলো। সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছে ঈশ্বরদী উপজেলা হিন্দু মহাজোট।
বুধবার সকালে হিন্দু মহাজোট দাশুড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুসলমান-হিন্দু-খ্রিস্টান ৬০ পরিবারকে সহযোগীতা প্রদান করা হয়। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সময় উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, বাদল কর্মকার , গোপাল সরকার, বিশ্বনাথ সূত্রধর, নিশি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বকুল সরদার। পর্যায়ক্রমে এই কার্যক্রম ঈশ্বরদী ও ঈশ্বরদীর সাতটি ইউনিয়নে অব্যাহত থাকবে বলে জানান হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।