নিজস্ব প্রতিবেদকঃ
কঠোর পরিশ্রমে জীবনের অসহায় মূহুর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছেন নাটোরের শেফালি বেগম। পেয়েছেন সফলতাও। পাশাপাশি অসহায় নারীদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থান। স্বপ্ন দেখেন বড় আধুনিক কারখানা গড়ে তোলার।
নাটোরের শেফালি বেগম অভাবের সংসারে এমনিতেই ছিলেন দিশাহারা। স্বামীকে হারিয়ে ৩ ছেলে-মেয়ে নিয়ে পড়েন অথৈই সাগরে।
তবে হার মানেননি দুর্ভাগ্যের কাছে। ঘুরে দাঁড়িয়েছেন কঠোর পরিশ্রম আর একাগ্রতায়। এনজিও থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছেন, চানাচুর ও চিপসের কারখানা। অল্প দিনেই পেয়েছেন সফলতা। পাশাপাশি অন্যদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তার কারখানায় বর্তমানে কাজ করেছেন ২৫ জন বিধবা ও তালাকপ্রাপ্ত নারী।
সচেতন নাগরিক কমিটির নাটোরের সভাপতি রনেন রায় বলেন, শেফালি অন্যদের জন্য অনুকরণীয়। অন্যরা তার মতো উদ্যোমি হলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
নাটোর বিসিকের উপব্যবস্থাপক দিলরুবা দ্বীপ্তি বলেন, শেফালির যদি ঋণ সহায়তা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়, তবে তা দেয়া হবে।
শেফালি বেগমের মত কর্মোদ্যম মানুষের হাত ধরে বেকার মুক্ত বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা।