সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / অশীতিপর মায়ের হাতে তুলে দিলেন সম্মানী ভাতা

অশীতিপর মায়ের হাতে তুলে দিলেন সম্মানী ভাতা

নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযোদ্ধা দুলাল অশীতিপর মায়ের হাতে তুলে দিলেন সম্মানী ভাতা মুক্তিযোদ্ধা আবুল হোসেন দুলাল। শুক্রবার সকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটোর পৌর মেয়র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক উমা চৌধুরী জলির দেয়া এই ভাতা।

করোনা কালিন সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের একস্থানে সমবেত না করে তার প্রতিনিধির মাধ্যমে নাটোর পৌরসভায় বসবাসরত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মানী পৌঁছে দেয়া হয়।

উত্তর বড়গাছার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন দুলাল মেয়র কর্তৃক প্রদত্ত সম্মানী ভাতা তাঁর ১২১ বছর বয়সি মায়ের হাতে তুলে দেন। অভাবনীয় এই দৃশ্য দেখে মেয়র এর প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু এই ছবিটি তোলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …